ঢাকা: রাজধানীর মুগদায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
সোমবার (২২ নভেম্বর) সকাল ৮টার দিকে দক্ষিণ মুগদা মাতব্বরগলির ৩৭ নম্বর ৫তলা বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, সুধাংশু বৌদ্ধ (৩৫), তার স্ত্রী প্রিয়াংকা বারৈ (৩২), একমাত্র ছেলে অরুপ বৌদ্ধ (৫) ও শ্বাশুড়ি সেফালী রাণী বারৈ (৫৫)।
চিকিৎসক জানিয়েছেন তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক।
দগ্ধ প্রিয়াংকার বড় ভাই পলাশ বারৈ জানান, তার বোন পরিবারসহ গ্রামের বাড়ি শরিয়তপুর ভেদেরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে থাকেন। বোন জামাইয়ের পেট ব্যথার চিকিৎসার কারণে দুদিন আগে পরিবার নিয়ে ঢাকায় আসেন। মিটফোর্ডে হাসপাতালে চিকিৎসা নিয়ে মুগদায় শ্যালক পলাশের ওই বাসায় ওঠেন। বাসাটিতে শুধু শেফালী রাণী থাকতেন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। সবারই দগ্ধ ৩৫ শতাংশ ওপরে হবে।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, সকালে নাস্তা বানাতে গিয়ে বাসার ভিতরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে চারজন দগ্ধ হয়েছে। ধারণা করা হচ্ছে সিলিন্ডার লিকেজ থেকে বাসায় জমে থাকা গ্যাসের আগুনে তারা দগ্ধ হয়েছেন।
বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
এজেডএস/এসআইএস