চাঁদপুর: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে চাঁদপুর পুরাতন লঞ্চঘাটে ডাকাতিয়া নদীর পাড়ে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা ‘অদম্য’ পরিদর্শনে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
রোববার (২১ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নৌবাহিনীর বানৌজা ‘অদম্য’ নামের এ জাহাজটি লঞ্চঘাটে অবস্থান করে।
জাহাজ পরিদর্শনে আসা বিভিন্ন বয়সীদের মধ্যে শিশুরাই বেশি আনন্দ উপভোগ করে। এর মধ্যে চাঁদপুর শহরের বসবাসকারী শিশু নাবিলা বলে, ঘুরে ঘুরে দেখলাম জাহাজটি। অক্সিজেন দেখেছি, গ্যান দেখেছি, সাঁতার কাটার জুতো দেখেছি। খুবই ভাল লেগেছে। আগামী বছর এটি চাঁদপুরে আসলে উপরে উঠে দেখার ইচ্ছা রয়েছে।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, এই যুদ্ধ জাহাজটি চট্টগ্রাম নৌ আঞ্চলিক বহরের একটি যুদ্ধ জাহাজ। খুলনা শিপইয়ার্ডে দেশের প্রথম ৫টি যুদ্ধ জাহাজ নির্মাণ করা হয়েছিল। তার একটি বানৌজা ‘অদম্য’। এটি ২০১৩ সালের ২৩ ডিসেম্বর কমিশনপ্রাপ্ত হয়। কমিশনপ্রাপ্তির পর থেকে নিরবচ্ছিন্নভাবে সমুদ্র ও সমুদ্র উপকূলে চোরাচালান, দস্যু দমন, অস্ত্র পাচার প্রতিরোধ, জাটকা নিধন বন্ধ, দুর্যোগপূর্ণ সময়ে সহায়তা ও ত্রাণ সহায়তার কাজ করে আসছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দ্রুত ত্রাণ পৌঁছানোর জন্যও এই জাহাজ ব্যবহার করা হয়।
এই যুদ্ধ জাহাজে ৪ জন অফিসার ও ৬৫ জন নাবিক কাজ করেন। চট্টগ্রাম, খুলনা, চাঁদপুর, বরিশাল ও ঢাকায় প্রতিবছর ২৬ মার্চ, ২১ নভেম্বর ও ১৬ ডিসেম্বর- এই তিনদিন জনসাধারণ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ঘুরে দেখার সুযোগ পান।
জাহাজটির দৈর্ঘ ৫১ মিটার ও প্রস্থ সাড়ে ৭ মিটার। এতে দুটি বড় (৬৭ মি. মিটার) ও দুটি ছোট (২০ মি. মিটার) কামান রয়েছে। বড়টি দিয়ে সাড়ে ৬ মাইল দূরে অপরদিকে ছোট কামান দিয়ে ৩ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
আরএ