ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সেট টপবক্সের দাম মনিটরিং করবে সরকার: তথ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
সেট টপবক্সের দাম মনিটরিং করবে সরকার: তথ্যমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ

ঢাকা: জনগণের ওপর যাতে কোনো চাপ তৈরি না হয় এবং বেশি দামে যেন সেট টপবক্স কিনতে বাধ্য করা না হয় তা মনিটরিং করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।  

সোমবার (২২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আগামী ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রামকে সেট টপ বক্সের আওতার মধ্যে আনার কথা ছিল, তার অগ্রগতি কতটুকু- এমন প্রশ্নে হাছান মাহমুদ বলেন, আমরা শিগগিরই সেট টপ বক্স নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বসে অগ্রগতিটা পর্যালোচনা করব। তারপর বলা যাবে কতটুকু অগ্রগতি হয়েছে।

তাহলে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই না, আমরা সিদ্ধান্ত থেকে সরে আসেনি। আমরা খুব সহসা কেবল অপারেটরসহ অংশীজনদের সঙ্গে বসব। অগ্রগতি পর্যালোচনা করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।

সেট টপবক্স ভোক্তাদের কিস্তিতে দেওয়ার কথা বলা হলেও অনেক কেবল অপারেটর নাকচ করে দিয়েছে, বিষয়টি কীভাবে দেখছেন জানতে চাইলে তিনি বলেন, কেবল অপারেটরদের সঙ্গে বসে অবশ্যই জনগণের ওপর যাতে কোনো চাপ তৈরি না হয় এবং বেশি দামে যেন সেট টপবক্স কেনার জন্য বাধ্য করা না হয় সে বিষয়টি আমরা মনিটর করব।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২২,২০২১
জিসিজি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।