চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের মহানন্দায় দুই জেলের জালে ধরা পড়েছে ৪০ কেজির বাঘাইড় মাছ।
রোববার (২১ নভেম্বর) ভোর রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার খাল ঘটে এ মাছটি ধরা পড়ে।
সোমবার (২২ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেট এলাকার মাছ পট্টিতে মাছটি ৯০০ টাকা কেজি দরে পাইকারি ৩৫ কেজি ওজন দিয়ে বিক্রি করেন। ওই বাঘইড় মাছটি ক্রয় করেন মোজাম্মেল নামের এক মাছ ব্যবসায়ী।
মোজাম্মেল জানান, আমি পাইকারি ৩৫ কেজি ওজনে মাছটি ৯০০ টাকা কেজি দরে কিনেছি। মোট সাড়ে ৩১ হাজার টাকায়। পরে আমি মাছটি ১১শ’ টাকা কেজি দরে ৪৪ হাজার টাকায় বিক্রি করেছি।
নাসির জানান, সাধারণত এসব মাছ অগভীর নদীতে কম ধরা পড়ে। গত ৩ বছর আগে একই স্থানে ৪০ কেজি ওজনের আরেকটি বাঘাইড় মাছ ধরা পড়েছিলো আমাদের জালে। এ মাছটি ধরার সময় আরও ১০ জন জেলে শ্রমিক উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
এনএইচআর