টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চলন্ত বাসের চালক এক হাতে চুন নিয়ে অন্য হাতে পান বানাচ্ছিলেন। গাড়ির স্টিয়ারিং ছেড়ে আয়েশ করে পানটা মুখে দেওয়ার ঠিক আগ মুহূর্তেই ঘটলো বিপত্তি।
সোমবার (২২ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী এলাকায়। এতে কেউ নিহত না হলেও কয়েকজন আহত হয়েছেন।
বাসের যাত্রী রুলি বেগম জানান, তিনি বগুড়া থেকে বাসে উঠেছিলেন ঢাকা যাওয়ার জন্য। চালকের পাশেই বসেছিলেন তিনি। সে সময় তিনি দেখেন, চালক এক হাতে পান, আরেক হাতে চুন নিয়ে মুখে দিচ্ছেন। তবে সে সময় বাসের গতি অনেক ছিল। হঠাৎ বাসটি মহাসড়কেই উল্টে যায়।
একই বাসের আরেক যাত্রী আমিনুর রহমান জানান, চালক পান খাওয়ার সময় হঠাৎ করে সামনে একটি ট্রাক চলে আসে। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি মহাসড়কে উল্টে যায়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সায়রুল ইসলাম বাংলানিউজকে জানান, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি মহাসড়েকর পৌলীতে উল্টে যায়। বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। বাসটি মহাসড়ক থেকে সরানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
এসআই