গাজীপুর: বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা।
সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তেলিরচালা এলাকায় নিউলাইন গার্মেন্টসের শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, তেলিরচালা এলাকায় নিউলাইন গার্মেন্টস শ্রমিকরা কয়েক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করে। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
এদিকে অবরোধের ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।
শ্রমিক শহিদুল ইসলাম জানান, কারখানা কর্তৃপক্ষ বারবার বেতন দেওয়ার কথা বললেও তা পরিশোধ করছেন না। শুধু তারিখ দিয়ে যাচ্ছেন। বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। অবরোধের কারণে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১।
আরএস/এমএমজেড