ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় বিষপানে শারমিন আক্তার স্মৃতি (২৩) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি তিনি বিষপানে আত্মহত্যা করেছেন।
সোমবার (২২নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রায়েরবাগ তিতাস রোডের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
গৃহবধূ স্মৃতির বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায়। বাবার নাম মোখলেছুর রহমান। স্বামী বাবু শিকদার ও দুই ছেলে-মেয়েকে নিয়ে রায়েরবাগ তিতাস রোডের ওই বাসায় ভাড়া থাকতেন।
স্বামী বাবু শিকদার জানান, হকারি করে বিভিন্ন রকমের ওষুধ বিক্রি করেন। স্ত্রী স্মৃতি বাসাতেই থাকতো। দুপুরে বাসায় একসঙ্গে খাওয়ার পর কাজে বের হয়ে যাই। সন্ধ্যার দিকে ৬ বছরের ছেলে আল-ওয়াসি ফোন দিয়ে বলে আম্মু বমি করছে। দ্রুত বাসায় এসে স্মৃতিকে অচেতন অবস্থায় পাই। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাবু শিকদার আরও জানান, কয়েকদিন ধরে একটি নম্বরে কথা বলতো স্মৃতি। এ নিয়ে আমার সঙ্গে কথা কাটাকাটি হয় তার। পরে বিষয়টি স্মৃতির পরিবারকে জানাই। রোববার (২১ নভেম্বর) বড় ভাই বাসায় এসে স্মৃতিকে শাসিয়ে যায়। সোমবার দুপুরে আবারও কথা কাটাকাটি হয় স্মৃতির সঙ্গে। সম্ভবত এ কারেণেই সে বিষ জাতীয় কিছু খেয়েছে।
গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
এজেডএস/এমএমজেড