শেরপুর: শেরপুরে তালাকের পরও তা গোপন রেখে দীর্ঘ ১৯ মাস তালাকপ্রাপ্তা স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগে ধর্ষণের মামলায় শাহ আলী (৪৪) নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে প্রধান অভিযুক্ত শাহ আলীর অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আখতারুজ্জামান। শাহ আলী শ্রীবরদী উপজেলার গড়জরিপা এলাকার কৃষক আবু বকরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু।
মামলা সূত্রে জানা গেছে, শেরপুর সদর উপজেলার মধ্য বয়ড়া গ্রামে কৃষক পরিবারের মেয়েকে বিয়ে করেন শাহ আলী। একপর্যায়ে দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় শাহ আলী ২০১২ সালের ১৩ মে স্ত্রীকে তালাক দেন। কিন্তু সেই তালাকের বিষয়টি গোপন রেখে ২০১৪ সালের ১৪ নভেম্বর পর্যন্ত তালাকপ্রাপ্তা স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক চালিয়ে যান শাহ আলী।
পরে বিষয়টি অবগত হয়ে ওই গৃহবধূ ২০১৫ সালের ২৫ জানুয়ারি শাহ আলী এবং তার মা-বাবাসহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ৮ জুন ৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন শ্রীবরদী থানা পুলিশ। সেই থেকে শাহ আলী পলাতক আছেন।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
আরএ