ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেউ যেন অভুক্ত না থাকে, সেজন্য সরকার অঙ্গীকারবদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
কেউ যেন অভুক্ত না থাকে, সেজন্য সরকার অঙ্গীকারবদ্ধ ...

গোপালগঞ্জ: আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, প্রতিটি মানুষের মৌলিক অধিকারগুলোর নিশ্চয়তা দিতে পারলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে। কোনো মানুষ যেন অভুক্ত না থাকে, সেজন্য সরকার অঙ্গিকারবদ্ধ।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে ইউএনডিপি ও ইউকেএইড-এর অর্থায়নে গোপালগঞ্জ পৌরসভার সহযোগিতায় পৌর এলাকার সোনাকুড় এলাকায় দরিদ্র জনগোষ্ঠির জন্য জলবায়ু সহিষ্ণু আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মো. ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, ইউনডিপির জ্যেষ্ঠ পরামর্শক আব্দুল মান্নান বক্তব্য রাখেন।  

অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলর, আওয়ামী লীগ নেতাকর্মীসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ প্রকল্পের আওতায় জেলার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রায় ৩৩ কোটি টাকা ব্যয়ে ৩০ একর জায়গার ওপর ৩৩৬টি ঘর নির্মাণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।