ঢাকা: ঢাকা কলেজে প্রায় পাঁচ ঘণ্টা আটকে থাকার পর সন্ধ্যায় ছাড়া পেলেন আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী। দুই পক্ষের দেন-দরবার শেষে তাকে ছাড়িয়ে নিয়ে যায় আইডিয়াল কলেজ কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ওই শিক্ষার্থীকে ছাড়িয়ে নেওয়া হয়।
পুলিশের নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহেন শাহ মাহমুদ জানান, ঢাকা কলেজে আটকে থাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থীকে ছাড়িয়ে নেওয়া হয়েছে।
এ দিন দুপুরে বাসে হাফ পাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা কর্মসূচির শেষের দিকে হঠাৎ দুই দল ছাত্রের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে আইডিয়াল কলেজের ওই ছাত্রকে ধরে নিয়ে যান ঢাকা কলেজের ছাত্ররা।
জানা গেছে, কর্মসূচির শেষে সায়েন্স ল্যাব থেকে নিউমার্কেটের মোড় ঘুরে আবার সায়েন্স ল্যাব পর্যন্ত একটি মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ওই মিছিলে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ তুলে হামলা চালান। এ সময় আইডিয়ালের ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে যান ঢাকা কলেজের ছাত্ররা।
এ বিষয় নিয়ে আইডিয়াল কলেজের ১১ জন শিক্ষকের একটি প্রতিনিধিদল ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খন্দকারের সঙ্গে দেখা করেন।
আরও পড়ুন:
হাফ পাস: ছাত্রলীগের হামলা, একজনকে তুলে নেওয়ার অভিযোগ
বাংলদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
পিএম/এমজেএফ