ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝগড়া থামাতে গিয়ে খুন হলেন ব্যবসায়ী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে দুই প্রতিবেশী নারীর ঝগড়া থামাতে গিয়ে খুন হয়েছেন কামরুজ্জামান কাজল (৩৫) নামের এক ব্যক্তি। মাথায় লোহার রড দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান কাজল। এর আগে সোমবার দিনগত রাত ১২টার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ খান বাড়ি চৌরাস্তায় হামলার শিকার হন তিনি।

নিহত কাজল কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মৃত আবদুর রশিদের ছেলে। তিনি স্ত্রী ইয়াসমিন ও চার সন্তানকে নিয়ে রায়েরবাগ পানির পাম্প ইতালি বাড়ি এলাকায় থাকতেন। যুক্ত ছিলেন পরিবহন ব্যবসার সঙ্গে।

নিহতের আত্মীয় সোহাগী আক্তার বাংলানিউজকে বলেন, খান বাড়ি চৌরাস্তায় দুই প্রতিবেশী নারী ঝগড়া করছিলেন। কাজল তাদের ঝগড়া থামাতে বলেন। বিষয়টি কেন্দ্র করে অপর নারীর স্বামী শহীদ ক্ষুব্ধ হয়ে কাজলকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার বিকেলে  চিকিৎসাধীন অবস্থায় কাজলের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, দুই নারীর ঝগড়া থামানোকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। এ ঘটনায় শহীদ নামের একজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।