ঢাকা: নোয়াখালীর বেগমগঞ্জের সাব-রেজিস্ট্রার মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে দলিল রেজিস্ট্রি বাবদ সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৩ নভেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, নোয়াখালীর বেগমগঞ্জের সাব-রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে দলিল রেজিস্ট্রি বাবদ সরকার নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী-এর উপসহকারী পরিচালক আরিফ আহম্মেদের নেতৃত্বে মঙ্গলবার একটি অভিযান পরিচালনা করেছে এনফোর্সমেন্ট টিম। দুদক টিম সরেজমিনে সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন করে এবং অভিযোগ প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রারের সঙ্গে কথা বলে।
তিনি টিমকে জানান, অভিযুক্ত সাব-রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল প্রায় এক বছর আগেই উক্ত অফিস থেকে বদলি হয়ে অন্যত্র চলে গিয়েছেন। তিনি কিছুদিন হলো নতুন দায়িত্ব নিয়েছেন এবং সব প্রকার অনিয়ম বন্ধের ব্যবস্থা গ্রহণ করেছেন। দুদক টিম উক্ত অফিসে আগত সেবা প্রার্থীদের সঙ্গে সেবা দেওয়ায় কোনো রকম হয়রানি বা অতিরিক্ত অর্থ আদায়ের চেষ্টা করা হয়েছে কিনা সে প্রসঙ্গে বক্তব্য রেকর্ড করে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়েছে। অভিযানে প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাইপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদক এনফোর্সমেন্ট টিম।
এছাড়া দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য চারটি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে চিঠি পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২১
এসএমএকে/আরআইএস