কুমিল্লা: কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল (৫০) ও আওয়ামী লীগ কর্মী হরিপদ সাহাকে (৬০) গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত সোহেলের ভাই সৈয়দ মোহাম্মদ রোমান।
মামলায় ১১ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আট থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর।
জানা যায়, গত সোমবার (২২ নভেম্বর) কুমিল্লা নগরীর পাথুরিয়া পাড়া এলাকার থ্রি স্টার এন্টারপ্রাইজে সাত-আটজনের একটি দল কালো পোশাক ও মুখোশ পরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এসময় কাউন্সিলর সোহেলের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে নয়টি গুলি লাগে। হরিপদ সাহার শরীরে গুলি লাগে দুটি। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর ওইদিন রাত সাড়ে ৮টার সময় হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন তাদের মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন।
পরিদর্শক কমল কৃষ্ণ ধর জানান, আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। এ পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
বাংলাদেশ সময়: ০৭৪৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
আরএ