ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীর ট্রাঙ্ক রোডে ফ্রিতে মিলবে ইন্টারনেট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
ফেনীর ট্রাঙ্ক রোডে ফ্রিতে মিলবে ইন্টারনেট

ফেনী: ফেনী শহরের প্রাণকেন্দ্র ট্রাঙ্ক রোডের শহীদ মিনার সম্মুখস্থ স্থানে পথচারীদের নজর কাড়ছে আল্লাহু লেখা ওয়াচ ও টাইম টাওয়ার।  

ফেনী পৌরসভার উদ্যোগে সুবিশাল টাইম টাওয়ারটি স্থাপন করা হয়েছে।

ওই টাওয়ারের চূড়ায় বড় করে দৃষ্টিনন্দন আল্লাহু লেখা হয়েছে। যা নজর কাড়ছে জন সাধারণের।  
 
ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, এ ওয়াচ টাওয়ারে খুব শিগগিরই ফ্রি ওয়াইফাই চালু করা হচ্ছে। পৌরবাসী তথা বিভিন্ন এলাকা থেকে জরুরি প্রয়োজনে ট্রাঙ্ক রোডে এলে ‘মেয়র ফেনী পৌরসভা পাসওয়ার্ড দিলেই নাগরিকরা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

টাওয়ারটি শহরের প্রতিনিয়ত চলাচলকারীদের নজর কাড়ছে। সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে পৌরসভার অর্থায়নে ৫০ ফুট বিশিষ্ট  টাইম টাওয়ারটি নির্মাণ করা হয়েছে।

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, পৌর এলাকার সৌন্দর্য বাড়াতে টাওয়ারটির মাধ্যমে নান্দনিক রূপ দেওয়া হয়েছে। এটার মাধ্যমে মানুষ সময় জানতে পারবে। হঠাৎ করে দেখলে আল্লাহ নাম উচ্চারণ করবে মানুষ।
 
তিনি আরও জানান, ট্রাংক রোডসহ শহরের বিভিন্ন স্থানে সৌন্দর্যবর্ধন করতে বেশ কিছু পরিকল্পনা রয়েছে। সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর সহযোগিতায় পর্যায়ক্রমে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।