ঢাকা: রাজধানীর মিরপুরে আন্দোলনরত পোশাক শ্রমিকরা ঘোষণা দিয়েছেন, বেতন-ভাতা বাড়ানো এবং ভাড়াটে সন্ত্রাসীদের বিচার না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
বুধবার (২৪ নভেম্বর) সকাল ৮ থেকে তারা মিরপুর ১০ নম্বর সেকশনসহ ১৩, ১৪ নম্বর সেকশন ও কচুক্ষেত বাজার পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছেন।
গার্মেন্টস শ্রমিকরা জানিয়েছেন, চারদিন ধরে তারা আন্দোলন করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
এদিকে ভিশন গার্মেন্টসের এক কর্মী বলেন, ছাত্রলীগ দিয়ে হামলা করা আমরা মেনে নেব না। আমাদের মাতৃত্বকালীন কোনো ছুটি নেই। জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু বেতন বাড়ছে না।
এদিকে পোশাক শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশ সদস্যদের অনেকটাই নিরব থাকতে দেখা গেছে।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এসএমএকে/এমএমজেড