ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জীবননগরে কাভার্ডভ্যানের ধাক্কায় কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
জীবননগরে কাভার্ডভ্যানের ধাক্কায় কিশোরের মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় মানিক হোসেন (১০) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা বাবলুর রহমান (৪০)।

বুধবার (২৪ নভেম্বর) সকাল ৯টার দিকে জীবননগর উপজেলার পাথিলা কৃষিফার্মের নারকেল বাগানের সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মানিক হোসেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের পোড়াপাড়া গ্রামের বাসিন্দা। গুরুতর আহত বাবলুর রহমানকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীকালে তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।  

এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে পোড়াপাড়া গ্রামের বাবলুর রহমান এবং তার ছেলে মানিক হোসেন পাখিভ্যানে নিজ বাড়ি থেকে মাছ কিনতে জীবননগরে সাপ্তাহিক বাজারে যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে পাথিলা কৃষি ফার্মের নারকেল বাগানের সামনে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে রাস্তার ওপর ছিটকে পড়ে ছেলে মানিক হোসেন ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনায় বাবা বাবলুর রহমান গুরুতর আহত হয়েছে।

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় বাবলুর রহমানকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহত মানিক হোসেনের মরদেহ উদ্ধার করে জীবননগর থানায় নিয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বাংলানিউজকে জানান, সড়ক দুর্ঘটনায় নিহত মানিক হোসেনের মরদেহ উদ্ধার করে জীবননগর থানায় নেওয়া হয়েছে। এছাড়া বাবলুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।