ঢাকা: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাধীনতার স্মারক ভাষণ দিচ্ছেন।
বুধবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় জাতীয় সংসদের অধিবেশন শুরুর পর তিনি ভাষণ শুরু করেন।
রাষ্ট্রপতি সংসদ অধিবেশন কক্ষে প্রবেশের সময় বিউগলে আগমনী সুর বেজে ওঠে। সংসদ সদস্যরা দাঁড়িয়ে রাষ্ট্রপতিকে সম্মান জানান। এ সময় জাতীয় সংগীতের সুর বেজে ওঠে। পরে রাষ্ট্রপতি তার জন্য নির্ধারিত আসনে বসে স্মারক ভাষণ শুরু করেন।
রাষ্ট্রপতির ভাষণের পর সংসদে বিশেষ আলোচনার জন্য সংসদের ১৪৭ বিধিতে প্রস্তাব উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংসদে ১৪৭ বিধিতে প্রস্তাবের ওপর সংসদ সদস্যরা দুই দিনব্যাপী বিশেষ আলোচনা শেষে বৃহস্পতিবার তা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এসকে/জেএইচটি