ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাসানচরের উদ্দেশে কক্সবাজার ছাড়লো ১২২ রোহিঙ্গা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
ভাসানচরের উদ্দেশে কক্সবাজার ছাড়লো ১২২ রোহিঙ্গা

কক্সবাজার: ভাসানচরের উদ্দেশে বুধবার (২৪ নভেম্বর) বিকেলে দ্বিতীয় পর্যায়ে কক্সবাজার ছেড়েছে আরও ৪২ পরিবারের ১২২ জন রোহিঙ্গা। এরাসহ একইদিনে উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শিবির থেকে চট্টগ্রামে গেল ১৬৮ পরিবারের ৩৭৯ জন।

বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টা ও বিকেল ৫টার দিকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে মোট ১১টি বাসে করে তাদের নিয়ে যাওয়া হয়।

এর আগে মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে এসব রোহিঙ্গাদের ক্যাম্প থেকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে এনে রাখা হয়।  

এর আগেও ছয় দফায় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ১৮ হাজার ৫০০ রোহিঙ্গাকে ভাসানচর আশ্রয়শিবিরে স্থানান্তর করা হয়েছে।  

রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক (এসপি) মো. নাইমুল হক বাংলানিউজকে জানান, সকালে ১২৬ পরিবারের ২৫৭ জন এবং বিকেলে ৪২ পরিবারের ১২২ রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে চট্টগ্রাম রওয়ানা হয়েছে।  

কক্সবাজার শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরসি) কমিশনারের কার্যালয়ের সূত্রে জানা গেছে, উখিয়াসহ বিভিন্ন ক্যাম্প থেকে স্বেচ্ছায় ভাসানচরে যেতে রাজি হওয়া রোহিঙ্গাদের নিয়ে যাওয়া হচ্ছে। প্রস্তুতি অনেক বেশি ৩৭৯ জনকে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।