ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আজকালের মধ্যে কুমিল্লায় খুনের রহস্য উদঘাটন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
আজকালের মধ্যে কুমিল্লায় খুনের রহস্য উদঘাটন

ঢাকা: কুমিল্লায় কাউন্সিলরকে গুলি করে খুনের রহস্য উদঘাটন আজকালের মধ্যে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (২৪ নভেম্বর) বিটিআরসিতে এনটিএমসি ও বিটিআরসির মধ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গত সোমবার কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেলসহ দুজনকে গুলি করে দুর্বৃত্তরা।

প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের শনাক্ত করার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত পরশু দিন একটা হত্যাকাণ্ড ঘটেছে, আমাদের পুলিশ বাহিনী চেষ্টা করছে। আশা করি আমরা আজকালকের মধ্যেই সমস্ত কিছুর রহস্য উদঘাটন করতে পারবো।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গভীর রাতে কুমিল্লায় একটি ছেলে কোরআন শরীফ নিয়ে কী ধরনের একটা কাণ্ড ঘটিয়েছিল, তার উদ্দেশ্য কী ছিল সেটাও আমরা বের করে নিয়ে এসেছি। সেটা শনাক্ত হতো না যদি আমরা আধুনিক প্রযুক্তির ব্যবহার না করতাম।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।