ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাবা নৌকা প্রতীক না পাওয়ায় আ.লীগ অফিস ভাঙচুর করলো ছেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
বাবা নৌকা প্রতীক না পাওয়ায় আ.লীগ অফিস ভাঙচুর করলো ছেলে

কুমিল্লা: বাবা নৌকা প্রতীক না পাওয়ায় দলের অফিস ভাঙচুর করেছে ছেলে। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এসময় আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়েছে। ভাঙচুরের ৪ মিনিট ১ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

দুলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল হক সরকারের ছেলে ছাত্রলীগ নেতা বাইজিদ সরকার এ হামলা চালায়। এসময় হামলাকারী বাইজিদ সরকার নিজেই হামলার ঘটনা লাইভে প্রচার করেন।

জানা যায়, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুলালপুর ইউনিয়ন থেকে নৌকার প্রত্যাশী ছিলেন মনিরুল ইসলাম। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে নৌকা প্রতীকে অন্যজনের নাম থাকায় ক্ষিপ্ত হয়ে ওঠে মনিরুল ইসলামের ছেলে বাইজিদ। বুধবার সকাল ১০টায় দুলালপুর পশ্চিম বাজার ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌঁছে ভাঙচুর চালায় তিনি। এসময় নিজের ফেসবুক আইডিতে লাইভ প্রচার করে।

বিষয়টি নিয়ে এলাকার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান আওয়ামী লীগ নেতাকর্মীরা।

ছেলের অফিস ভাঙচুরের বিষয়ে মনিরুল হক সরকার বাংলানিউজকে বলেন, আমি ঢাকা থেকে আসছি। পথে আছি। ঘটনা শুনেছি। পরে বিস্তারিত বলবো।

নৌকা প্রতীক পাওয়া তোফাজ্জল হোসেন নিকসন বাংলানিউজকে বলেন, মনিরুল হক সরকারের ছেলে ছাত্রলীগ নেতা বাইজিদ সরকার দলের অফিস ভাঙচুর করেছে বলে শুনেছি। তারা কাজটি ভালো করেনি।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।