ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের দ্বন্দ্ব, কিং ফিশার বারে ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের দ্বন্দ্ব, কিং ফিশার বারে ভাঙচুর ...

ঢাকা: রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের কিং ফিশার রেস্টুরেস্ট অ্যান্ড বারে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বারে মদ্যপানের জন্য যাওয়া কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের দ্বন্দ্বে এই ভাঙচুরের ঘটনা ঘটে।

 এ সময়য় পারভিন নামে রেস্টুরেন্টের একজন নারী সিকিউরিটি গার্ড  আহত হয়েছেন।

বুধবার (২৪ নভেস্বর) রাত ১০টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৩৯ গরিবে নেওয়া এভিনিউতে অবস্থিত কিং ফিশার রেস্টুরেন্টের বারে এ ঘটনা ঘটে৷

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আক্তারুজ্জামান ইলিয়াস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওই রেস্টুরেন্টে এক টেবিলে বসা নিয়ে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। বিষয়টি প্রাথমিকভাবে সমাধান করা হয়। কিন্তু পরে একটি গ্রুপ আরও সদস্য নিয়ে এসে ওই রেস্টুরেন্টের ভেতরে গিয়ে ভাঙচুর চালায়।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সেই সঙ্গে ভাঙচুরকারীদের আটকের চেষ্টা চলছে।

থানা সূত্র জানায়, এই গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে একটির নেতৃত্ব দিত সানি নামে এক কিশোর। সে তুরাগ এলাকার কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে।

বাংলাদেশ সময়: ২৩৫৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
এসজেএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।