ফরিদপুর: ফরিদপুরের সালথায় ২টি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় সালথা সদর বাজারের উপজেলা রোড এলাকার ২টি খাবার হোটেলের লাইসেন্সের মেয়াদ না থাকা ও খাবার হোটেলের লাইসেন্স নিয়ে চাইনিজ রেস্টুরেন্টের সাইনবোর্ড লাগিয়ে ব্যবসা পরিচালনা করায় এ জরিমানা করা হয়।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাছলিমা আক্তার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে সালথা সদর বাজারের উপজেলা রোডে অবস্থিত খান সাহেবের রেস্টুরেন্টের মালিক মো. হাসানকে লাইসেন্সের মেয়াদ না থাকায় এক হাজার টাকা জরিমানা। অপরদিকে, একই স্থানে রোজ হ্যাভেন রেস্টুরেন্ট এর মালিক আয়ুব আলীকে একই অপরাধে এক হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাছলিমা আকতার বলেন, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্টে আইন ২০১৪ এর ১৯ ধারা অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
আরএ