ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক আটক আটক জোবায়ের

কক্সবাজার: অস্ত্র ও গুলিসহ মো. জোবায়ের (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ানের (র‌্যাব) সদস্যরা। কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চাকমারকুল রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫।

আটক জুবায়ের চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা শিবিরের ব্লক-এ/৬ এর বাসিন্দা আবু বক্কর ছিদ্দিকের ছেলে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) এএসপি মো. আবু সালাম চৌধুরী বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে জোবায়েরকে একটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড কার্তুজসহ আটক করা হয়। এ ব্যাপারে ওই যুবকের নামে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দ অস্ত্র ও গুলিসহ তাকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এসবি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।