খুলনা: বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানের নামে অবৈধ নিয়োগ বাণিজ্য ও প্রকল্প বাস্তবায়ণ না করে বরাদ্দকৃত সরকারি দুই কোটি ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুটি মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পৌর মেয়র হাবিবুর রহমান বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
নিয়ম বহির্ভূতভাবে ১৭ জনকে নিয়োগ দিয়ে ১ কোটি ২৭ লাখ টাকা এবং দুটি প্রকল্পের কাজ না করে ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে এ মামলা দুটি দায়ের করেন।
মামলার বিষয়টি দুদক খুলনার উপ-পরিচালক নাজমুল আহসান নিশ্চিত করেছেন।
দুদক জানিয়েছে, নিয়ম বহির্ভূতভাবে পৌর মেয়র খান হাবিবুর রহমান ২০১৭ সাল থেকে বিভিন্ন সময়ে পৌরসভায় ১৭ জন কর্মচারী নিয়োগ দেন। তাদের নিয়োগদান করে বেতন-ভাতা বাবদ উত্তোলন করা ১ কোটি ২৭ লাখ টাকা পরস্পর যোগসাজসে আত্মসাৎ করেছেন। এ মামলায় মেয়র ও নিয়োগ পাওয়া ১৭ জন কর্মচারীকে আসামি করা হয়েছে।
এছাড়া ২০১৫ সালে মন্ত্রণালয় দুটি প্রকল্পের অধীনে অর্থ বরাদ্দ দেয়। কিন্তু সেই প্রকল্পের কাজ না করে ১ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এ মামলায় পৌরমেয়র ও পৌরসভার সাবেক সচিব মো. রেজাউল করিমকে আসামি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এমআরএম/আরআইএস