ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৩৮৮ বিচারকের দপ্তর বদল, ৬৫ জনকে পদোন্নতি

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
৩৮৮ বিচারকের দপ্তর বদল, ৬৫ জনকে পদোন্নতি

ঢাকা: বিচার বিভাগের ৩৮৮ জন কর্মকর্তার দপ্তর বদল করে আদেশ দিয়েছে সরকার।  

এছাড়া ৬৫ জন সহকারী জেলা জজকে যুগ্ম-জেলা পদে পদোন্নতি এবং ৯৭ জনকে শিক্ষানবিশ সহকারী জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে আইন ও বিচার বিভাগ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) পাঁচটি প্রজ্ঞাপনে এসব বদলি, পদোন্নতি ও নিয়োগ দিয়েছে।
 
পৃথক আদেশে, সহকারী জজ ও সমপর্যায়ের ৩৩৩ কর্মকর্তা এবং ৪৮ জন যুগ্ম জেলা জজকে বদলি করা হয়েছে।  

আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে রিসার্চ অ্যান্ড রেফারেন্স অফিসার হিসেবে পদায়নের জন্য সাতজন যুগ্ম জেলা জজকে আইন ও বিচার বিভাগের সংযুক্ত করা হয়েছে।  

সহকারী জেলা জজ ও সমপর্যায়ের ৬৫ জন কর্মকর্তাকে যুগ্ম জেলা পদে পদোন্নতি দেওয়া হয়েছে।  

এছাড়া বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের ২ মার্চের সুপারিশের ভিত্তিতে সাময়িকভাবে মনোনীত ৯৭ জন প্রার্থীকে মেধাক্রম অনুযায়ী শিক্ষানবিশ সহকারী জজ হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন ও বিচার বিভাগ। ১ ডিসেম্বর তাদেরকে যোগদান করতে বলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২১
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।