নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি সাততলা ভবনের চারতলায় অগ্নিকাণ্ডে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।
আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে এ অগ্নিকাণ্ড ঘটে।
বিষয়টি জানিয়ে ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, কারও শারীরিক অবস্থাই ভালো না। দগ্ধরা হলেন- পারভেজ (২৮) তার ৯৯ শতাংশ, মামুন (২৭) ৯৯ শতাংশ ও জীবন (২০) ৩০ শতাংশ পুড়ে গেছে।
তাদের সহকর্মী রিয়াজ জানিয়েছেন, সিদ্ধিরগঞ্জ থানা সংলগ্ন আদনান টাওয়ার সাততলা ভবনের চারতলায় রাতে এ অগ্নিকাণ্ড ঘটে। দগ্ধরা সবাই ইপিজেডের অনন্ত অ্যাপারেলস নামক একটি পোশাক কারখানায় চাকরি করেন। এদের মধ্যে পারভেজ ছিলেন কারখানার সুপারভাইজার, জীবন অপারেটর ও মামুন হেলপার হিসেবে কর্মরত। তারা আদনান টাওয়ারের মেসে ভাড়া থাকেন।
দগ্ধদের সঙ্গে কথা বলেছেন জানিয়ে তিনি বলেন, দগ্ধরা রুমে ছিলেন তবে রুমটিতে কিসের যেন গন্ধ হচ্ছিল পরে কোন কিছু বোঝার আগেই হঠাৎ করে আগুন লেগে যায়। ততক্ষণে তারা পুড়ে যান। পরে আমরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
তিনি অভিযোগ করে বলেন, এত বড় একটি ঘটনা ঘটেছে কিন্তু ওই বাড়ির কেয়ারটেকার বাড়ির মালিকপক্ষের কারো থেকে কোনো ধরনের সহযোগিতা পাইনি। তিনি ধারণা করছেন, হয়তো তিনি রুমটিতে গ্যাস লিকেজ হয়ে ঘটনাটি ঘটতে পারে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, আদমজী কদমতলী এলাকায় গ্যাসের পাইপ লিকেজ থেকে একটি ভবনের চারতলায় অগ্নিকাণ্ড হয়। এতে কয়েকজন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেছে।
বাংলাদেশ সময়: ০৩৩২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
এএটি