নাটোর: রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবির বলেছেন, শিক্ষার্থীদের ভালো স্বপ্ন দেখতে হবে, বাবা-মায়ের কথা শুনতে হবে, শিক্ষকদের কথা শুনতে হবে। শুধু লেখাপড়ায় ভালো হলেই হবে না মানুষ হিসেবেও ভালো হতে হবে।
শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের শ্রীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাল্যবিয়ে ও মাদকবিরোধী শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন-স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. সাইদুর রহমান, জেলা প্রশাসক শামীম আহমেদ, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মতিন ও খুবজীপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন।
এছাড়াও মতবিনিময় সভায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী, গণমাধ্যমকর্মী, স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
আরএ