পিরোজপুর: পিরোজপুরে মো. এনামুল শেখ (৪০) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহতের স্ত্রী রেশমা বেগম ও ছোট ভাই রাকিবুল হাসানকে রাতে আটক করেছে।
এনামুল হোসেন জেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঝাটকাঠী এলাকার মোতালেব হোসেন শেখের ছেলে। তিনি পৌরসভার ভাইজোড়া শ্বশুরবাড়ি এলাকায় ভাড়া থাকতেন। পৌর বাজারের চালপট্টি এলাকায় তার একটি চায়ের দোকান রয়েছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় স্থানীয়রা
তাকে তার ভাড়া করা বাসায় অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার তন্ময় মজুমদার জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান ওই রাজমিস্ত্রির মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, তার শরীরে একটি খামচির (নকের আঘাত) চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে এনামুল শেখ মারা যাওয়ার পরে তার স্ত্রী ও নিহতের ছোট ভাই রাকিবুল পলাতক ছিলেন। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
আরএ