ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

২২ বছর ধরে শিকলে বাঁধা হাসান

এম রবিউল ইসলাম রবি, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
২২ বছর ধরে শিকলে বাঁধা হাসান বাবার সঙ্গে হাসান

ঝিনাইদহ: নাম হাসান আলী, বয়স ২৫ বছর। ২ বছর বয়সে নিউমোনিয়ায় রোগে আক্রান্ত হয় সে।

স্থানীয় ভাবে দেওয়া হয় চিকিৎসা। তাতেও সুস্থ হয়না। পরে ঝিনাইদহ, কুষ্টিয়া, যশোর ও খুলনাসহ বিভিন্ন স্থানে দেখানো হয় ডাক্তার ও কবিরাজা। চিকিৎসার মধ্যেই আস্তে আস্তে বেড়ে ওঠে সে।

ছেলেকে সুস্থ করার খরচ যোগাতে পরিবার হারিয়েছে সহায় সম্বল। এরপরও সুস্থ হয়নি হাসান, হয়ে যায় মানসিক ভারসাম্যহীন। বর্তমানে লোহার শিকল দিয়ে বেধে রাখা হয় তরতরে যুবক হাসানকে। অসহায় পিতাকে হার মানতে হয়েছে অর্থের কাছে। সরকারি সহযোগিতা পেলে স্বাভাবিক জীবন ফিরে পারবে হাসান, এমনটিই আশা তার পরিবারের।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে হাসানের জীবন কাটছে এভাবেই। সকালে বাড়ির বাইরে গাছে কিংবা বারান্দার খুঁটিতে আর রাতে চৌকির সঙ্গে বেঁধে রাখা হয় তাকে। এভাবেই ২২টি বছর শিকল বন্দি জীবন কাটছে তার।

স্বজনরা জানান, ২ বছর বয়সে হাসান নিউমোনিয়ায় আক্রান্ত হয়। চিকিৎসা চলাকালীন সময়ে তার খিচুনী হয়। পরবর্তীতে বিভিন্ন জায়গায় চিকিৎসা দেওয়া হলেও আর ভালো হয়নি। হারিয়ে ফেলে মানসিক ভারসাম্য। কিন্তু অর্থের অভাবে পরিবার আর চিকিৎসা খরচ চালাতে পারেনি।

হাসানের বাবা রেজাউল ইসলাম বাংলানিউজকে বলেন, হাসান আমার বড় ছেলে, আমার এ ছেলেটাকে নিয়ে খুব সমস্যাই আছি। দুই বছর পর্যন্ত খুব ভালো ছিল। তারপর হাসান নিউমোনিয়ায় আক্রান্ত হয়। এরপর তাকে ঝিনাইদহ নিয়ে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা চলাকালীন সময়ে তার  খিচুনি শুরু হয়। কোনো ভাবে তার শরীরের উন্নতি হয়না। তাকে কুষ্টিয়া, যশোর ও খুলনাতে নিয়ে চিকিৎসা করিয়ে আমার অর্থ সম্পদ সব শেষে করে ফেলেছি। আমার ছেলেকে ভালো করতে পারছি না। সরকারের কাছে আমার দাবি একটু সহযোগিতা। সরকার সহযোগিতা করলে ছেলেটাকে চিকিৎসা করিয়ে ভালো করতে পারতাম।

হাসানের মা বাংলানিউজকে বলেন, আমার ছেলের ২৫ বছর বয়স। ২২ বছর ধরে অনেক কষ্ট করে আসছি। হাসানের প্রস্রাব, বাথরুম, গোসলসহ সব ধরনের কাজ করতে হয়। অনেক জায়গাতে নিয়ে গেছি। কেউ আমার ছেলেকে ভালো করে দিতে পারল না। ছেলের চিকিৎসার জন্য প্রায় সব শেষ করে ফেলেছি।

হাসানের চাচা রবিউল ইসলাম বাংলানিউজকে বলেন, ওর বয়স ২৫ বছর হবে, ২২ বছর ধরে হাসানকে বেঁধে রাখা হয়েছে। এদিক ওদিক চলে গেলে সে আর বাড়ি চিনে আসতে পারে না। তাই বেধে রাখা হয়।

ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবর রহমান বাংলানিউজকে বলেন, এ রকম কোনো বিষয় আমার জানা নেই। এ ধরনের কিছু হলে সেখানে উপজেলা নির্বাহী অফিসারকে পাঠিয়ে খোঁজ নিয়ে দেখবো এবং আমাদের পক্ষ থেকে হাসানের চিকিৎসার জন্য সহযোগিতা করা হবে।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।