নওগাঁ: ভারতের অভ্যন্তরে চোরাই গরুসহ বাংলাদেশি চোরাকারবারি মনিরুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে বিএসএফ।
শুক্রবার ২৬ নভেম্বর রাতে তাকে আটক করে বিএসএফ।
বিজিবি-১৬ (নওগাঁ) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রেজাউল কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গতকাল রাতে পোরশায় ভারতীয় সীমান্ত দিয়ে স্থানীয় ৭৮ জন চোরাকারবারি অবৈধ্যভাবে ভারতে প্রবেশ করে গরু- মহিষ আনতে যান। এরপর গরু- মহিষ নিয়ে বাংলাদেশে ফেরার পথে ভারতের মালদা জেলার হবিপুর থানার ভুতপাড়াগ্রাম এলাকায় কেদারিপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে আসতে পারলেও মনিরুল ইসলামকে কয়েকটি গরুসহ আটক করে তারা।
তিনি আরও জানান, ঘটনাটি জানার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৩৯ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
এসআইএস