ঢাকা: সাধারণ জনগণ জাতীয় পার্টির নেতাদের আওয়ামী লীগের দালাল বলে ডাকে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
জাতীয় সংসদ অধিবেশনে তিনি বলেন, সরকারের কথা বলতে গিয়ে এমন অবস্থা হয়েছে, মাননীয় স্পিকার, পাবলিক আমাদের আওয়ামী লীগের দালাল বলে!
শনিবার (২৭ নভেম্বর) জাতীয় সংসদে মহাসড়ক বিল-২০২১ পাসের আলোচনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে জাপা মহাসচিব এ কথা বলেন।
বিলের ওপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব দিয়ে আলোচনায় বিরোধী দলের একাধিক সদস্য সরকারের সমালোচনা করেন। মুজিবুল হকও টঙ্গী-গাজীপুর সড়ক নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের শুধু বিরোধিতা না করে সরকারের ভালো কাজের প্রশংসা করারও আহ্বান জানান বিরোধী দলের প্রতি।
এরপর সংশোধনী প্রস্তাবের আলোচনায় উঠে মুজিবুল হক চুন্নু বলেন, তারা সরকারের ভালো কাজের প্রশংসা করেন না, এটা ঠিক নয়। সরকারের কথা বলতে গিয়ে এমন অবস্থা হয়েছে, মাননীয় স্পিকার, জনগণ এখন আমাদের আওয়ামী লীগের দালাল বলে। আর কত বলব, বলেন। আমরা এখন দালালি নামটা মুছতে চাই। তারপরও যদি আপনাদের মন না ভরে, তাহলে তো কিছু করার নেই।
এর আগে জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়ে জাপা মহাসচিব বলেন, এই সরকার অনেক কাজ করেছে। কিন্তু ৭-৮ বছর ধরে টঙ্গী-গাজীপুর সড়কে ভয়াবহ অবস্থা। এখানে যাওয়া যায় না। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়। ইহজগতে এই রাস্তা হয়ে আর যাওয়া যাবে কিনা, তা তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে জানতে চান।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
এমজেএফ