ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার দায়ে আটক ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
ফেনীতে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার দায়ে আটক ৮

ফেনী: ফেনীতে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার দায়ে ৮ জনকে আটক করেছে পুলিশ।  এর মধ্যে পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের খণ্ডল হাই উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ৫ জনকে আটক করা হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়।  

ফেনী জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন এ তথ্য নিশ্চিত করেন।  

অপরদিকে ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া কেন্দ্র থেকে ৩ জনকে আটক করা হয়েছে। ছাগলনাইয়া থানার পরিদর্শক এ তথ্য নিশ্চিত করেন।  

ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখানে শুধু পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নে ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে। এছাড়া বাকীগুলোতে ব্যালেট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।