ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৌদি পরিবহনমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল ঢাকায়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
সৌদি পরিবহনমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল ঢাকায়

ঢাকা: আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে সৌদি পরিবহনমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছেন।

রোববার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) আয়োজিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন ১০ সদস্যের সৌদি প্রতিনিধিদল। এর নেতৃত্বে রয়েছেন সৌদি পরিবহনমন্ত্রী ইঞ্জিনিয়ার সালেহ নাসের এ আলদুহাইলান। প্রতিনিধি দলে আরও রয়েছেন সৌদি বিনিয়োগ বিষয়ক উপমন্ত্রী বদর ইব্রাহিম এলবদর, সৌদি সমুদ্র বন্দর কর্তৃপক্ষের সভাপতি ওমর হারিরিসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

২৮ ও ২৯ নভেম্বর বিডা আয়োজিত এই বিনিয়োগ সম্মেলনে যোগ দিচ্ছেন সৌদি বিনিয়োগকারীরা।

বিদ্যুৎ, প্রকৌশল, এলএলসি, রেড সি গেটওয়ে টার্মিনাল ইত্যাদির মতো সৌদি বেসরকারি ও সরকারি খাতের প্রতিনিধিরাও দলে অন্তর্ভুক্ত রয়েছেন। সৌদি বিনিয়োগকারীরা বিশেষ করে অবকাঠামো, বিদ্যুৎ এবং জ্বালানি খাতসহ বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করে থাকে।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
টিআর/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।