সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনের জন্য নির্ধারিত ভোট কেন্দ্র থেকে দু’টি দেশি পিস্তল ও ৩০টি ককটেলসহ ‘বোমা মজিদ’ ও আবু মুছা নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২৭ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন মোড়ল পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
যেখানে সকাল ৮টা থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
গ্রেফতার বোমা মজিদ কালিগঞ্জ উপজেলার চাঁচাই গ্রামের আতিয়ার রহমানের ছেলে এবং আবু মুছা একই উপজেলার শ্রীরামপুর গ্রামের মুজিবর রহমানের ছেলে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে তৃতীয় ধাপে রোববার সকাল ৮টা থেকে উৎসবমখর পরিবেশে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ১২টি ও দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এসআই