ঢাকা: রাজধানীর মগবাজারে সোহার্দ্য রহমান মুহূর্ত (১৭) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্বজনরা দাবি করেছেন।
রোববার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সোহার্দ্য মাগুরার শ্রীপুর উপজেলার মো. জিল্লুর রহমানের ছেলে। বর্তমানে মগবাজারের আমবাগানে ছয়তলা বাসার পাঁচতলায় ভাড়া থাকতো। ফার্মগেট সরকারি বিজ্ঞান স্কুলে দশম শ্রেণিতে পড়তো সে।
জিল্লুর রহমান বলেন, সকালে আমি অফিসে চলে যাই। সোহার্দ্যের মা শেহরিন পারভীন ছোট মেয়েকে নিয়ে স্কুলে যায়। এ সময় একাই বাসায় ছিল সোহার্দ্য এবং ক্রিকেট খেলা দেখছিল। পরে তার মা বাসায় এসে দেখে সে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, খুব ভালো ছাত্র ছিল সোহার্দ্য। পঞ্চম শ্রেণি ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পায় সে। সে প্রচুর টেনশন করতো এসএসসি ও এইচএসসিতে ভালো রেজাল্ট করতে পারবে কিনা। সারাদিন পড়াশোনার মধ্যেই থাকতো। কেন যে সে ফাঁসি দিল কিছুই বুঝতে পারছি না।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২১
এজেডএস/আরবি