ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আওয়ামী লীগ প্রার্থীর ভাগ্নেকে ‘পিটিয়ে হত্যা’ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
আওয়ামী লীগ প্রার্থীর ভাগ্নেকে ‘পিটিয়ে হত্যা’  প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ার বদরখালী ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরে হোছাইন আরিফের ভাগ্নেকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

রোববার (২৮ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে গাউসিয়া মসজিদ হেফজখানা এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত গিয়াস উদ্দিন মিন্টু (৪৫) ১ নম্বর ওয়ার্ড ঢেমুশিয়া পাড়ার মাস্টার আবুল মকসুদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বদরখালী ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী (চশমা) হেফাজ সিকদারের ১০০-১৫০ জন সমর্থক রাত পৌনে ১১টার দিকে গাউসিয়া মসজিদ হেফজখানা এলাকায় হামলা চালায়। এ সময় তারা নৌকার প্রার্থী নুরে হোছাইন আরিফের ভাগ্নে গিয়াস উদ্দিনকে সামনে পেয়ে বেধড়ক মারধর করেন। এ ঘটনায় তিনি নিহত হন।  

চকরিয়া থানার ওসি মো. ওসমান গনি জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
এসবি/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।