ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় সবজি বিক্রেতার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় সবজি বিক্রেতার মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর তেজগাঁও নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় মহরম আলী (৫৫) নামে এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মহরম আলী নরসিংদী রায়পুরা উপজেলার সওদাগর কান্দি গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে। চার ছেলে ও দুই মেয়ের জনক তিনি।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া প্রতিবেশী বুলবুলি বেগম বাংলানিউজকে জানান, মহরম তেজগাঁও পশ্চিম নাখালপাড়া ১৫৪/১ নম্বর বাসায় ভাড়া থাকতেন। তিনি নাখালপাড়া হোসেন আলী স্কুল সংলগ্ন রেললাইনের পাশে সবজি বিক্রি করতেন। সকালে সবজির দোকানের পাশেই রেললাইনে দাঁড়িয়ে ছিলেন। তখন কমলাপুরগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে মাথা ও পায়ে গুরুতর আঘাত পায়।

এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।