ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ১৪০ মণ জাটকা জব্দ, দুস্থদের মধ্যে বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
বরিশালে ১৪০ মণ জাটকা জব্দ, দুস্থদের মধ্যে বিতরণ

বরিশাল: বরিশালে নৌ-পুলিশের অভিযানে ১৪০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। পরে জব্দ করা এসব ইলিশ দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে বরিশাল নৌ-পুলিশ সুপার কফিল উদ্দিন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।  

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল বিশ্ববিদ‌্যালয় সংলগ্ন হিরণ পয়েন্ট এ চেকপোস্ট বসিয়ে রোববার রাতে তল্লাশি চালানো হলে একটি ট্রাক ও বেপারী পরিবহনের একটি বাস থেকে ১৪০ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়। তবে ইলিশের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত জাটকা ইলিশ সোমবার সকাল থেকে বরিশাল পুলিশ লাইন্স মাঠে দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।