খুলনা: খুলনায় অ্যাজাক্স জুটমিলের শ্রমিকরা অনশন কর্মসূচি পালন করেছেন।
চূড়ান্ত বকেয়া পাওনাদি এককালীন পরিশোধসহ বন্দকৃত ব্যক্তিমালিকানা জুটমিল চালু ও ৬ দফা দাবিতে সোমবার (২৯ নভেম্বর) দুপুরে এ অনশন কর্মসূচি পালন করা হয়।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শ্রমিক ক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করেন সাধারণ শ্রমিক কর্মচারীরা ।
অ্যাজাক্স জুটমিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ মুরাদের সভাপতিত্বে সোনালী জুটমিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বাবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুল ইসলাম।
বক্তব্য রাখেন বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, সংগঠনের সহ সভাপতি আফিল জুটমিল মজদুর ইউনিয়নের শ্রমিক নেতা কাবিল হোসেন, নিজামউদ্দিন, মহসেন জুটমিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন, আমির মুন্সি, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মো. আলাউদ্দিন, কেসমত, জাহাঙ্গীর হোসেন, আবু তালেব, সবুর, আলম, মো. মুজিবর, আব্দুর রশিদ, মো. আলা, হাছান, ,সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, সোনালী জুটমিল শ্রমিক নেতা লিয়াকত মুন্সি, মো. বাবুল খান, আফিলউদ্দিন, লুৎফর রহমান, তোফাজ্জেল হোসেন, মো. ওদুদ শরিফ, আবুল হোসেন, মো. দুলাল,দেলোয়ার, শাহিদুল, গিয়াসউদ্দিন প্রমুখ।
অনশন শেষে প্রধান অতিথি কেসিসি ওয়ার্ড কাউন্সিলর মো. সাইফুল ইসলাম শরবত পান করিয়ে শ্রমিকদের অনশন ভংগ করান।
অনশন কর্মসূচিতে শ্রমিক নেতারা বলেন, বকেয়া পরিশোধের ব্যাপারে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করে এলেও শ্রমিকদের দাবি পূরণে কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না আগামী ১ ডিসেম্বর খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন ও ৩ ডিসেম্বর ফুলবাড়ীগেটে শ্রমিক গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন শ্রমিক নেতারা ।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ২৯ , ২০২১
এমআরএম /এএটি