ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাগ্নে চেয়ারম্যান হয়েছে, আনন্দে মরেই গেলেন মামা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
ভাগ্নে চেয়ারম্যান হয়েছে, আনন্দে মরেই গেলেন মামা!

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভাগ্নে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার খুশিতে আনন্দ উচ্ছ্বাস করার সময় মৃত্যু হয়েছে মামা ইকারত মালিতার (৭০)।

ভোটের পরদিন সোমবার (২৯ নভেম্বর) দুপুরে তার মৃত্যু হয়।

মৃত ইকারত মালিতার বাড়ি আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়নের অনুপনগর গ্রামে।

স্থানীয় ইউপি সদস্য মানিক বিশ্বাস জানান, আলমডাঙ্গার বাড়াদি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী তোবারক হোসেন বিজয়ী হয়েছেন। ভাগ্নের বিজয়ের খুশিতে সোমবার বেলা ১১টার দিকে তোবারকের মামা ইকারত মালিতাসহ বেশ কয়েকজন গ্রামের একটি দোকানের সামনে বসে আনন্দ উচ্ছ্বাস করছিলেন। এসময় ইকারত মালিতা চেয়ার থেকে পড়ে অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় ইকারতকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিয়াসাদ জামান বলেন, হাসপাতালে আনার আগেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইকারত মালিতার মৃত্যু হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।