ঢাকা: সাগরে লঘুচাপ সৃষ্টি হচ্ছে, যার ফলে সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের আভাস রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মঙ্গলবারের (৩০ নভেম্বর) মধ্যে দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৫-১০ কি.মি.।
বুধবার নাগাদ তাপমাত্রা বৃদ্ধি পাবে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের শেষের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে, ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
ইইউডি/এমজেএফ