ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পরিবহনের কাগজ চেক করছে ছাত্ররা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
পরিবহনের কাগজ চেক করছে ছাত্ররা

ঢাকা: স্কুলছাত্র মাইনুদ্দিন ইসলাম দূর্জয় সড়ক দুর্ঘটনায় নিহতের প্রতিবাদে রামপুরা ব্রিজে ছাত্ররা অবরোধ করে রেখেছে। বিভিন্ন বাসের কাগজপত্র চেক করছে তারা।

এ সময় রামপুরা ওয়াপদা মোড় থেকে টিভি সেন্টার পর্যন্ত রাস্তার এক পাশে যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবাল (৩০ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

তিনি জানান, স্কুলছাত্র মাইনুদ্দিন ইসলাম দূর্জয় মৃত্যুর প্রতিবাদে বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্ররাসহ আশেপাশের কয়েকটি স্কুলের ছাত্ররা মিলে রামপুরা ব্রিজে অবস্থান নিয়েছেন। সেখানে অবস্থানরত ছাত্ররা বিভিন্ন যানবাহনে কাগজপত্র চেক করছে।

তিনি আরও জানান, মাইনুদ্দিনের মৃত্যুর ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। তার পরিবার বাকরুদ্ধ নিহতের বাবা অসুস্থ হয়ে পড়ছে। মামলার সবকিছু পুলিশ ঠিক করে রেখেছে। নিহত শিক্ষার্থীর পরিবার থানায় আসছে। আসার সঙ্গে সঙ্গেই মামলা রেকর্ড করা হবে।

এদিকে দেখা যায় স্কুলছাত্র মৃত্যুর প্রতিবাদে ছাত্রদের অবরোধের কারণে রামপুরা ওয়াপদা রোডের এক পাশের রাস্তা পুলিশ রশি দিয়ে রাস্তা আটকে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১ 
এজেডএস/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।