ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছুটির দিনে ও ঢাকার বাইরে হাফ পাস নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
ছুটির দিনে ও ঢাকার বাইরে হাফ পাস নেই ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি সংবাদ সম্মেলন | ছবি: শাকিল আহমেদ

ঢাকা: গণপরিবহনে হাফ পাস নিয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছেন বাসমালিকরা। বুধবার থেকে বেসরকারি মালিকানাধীন গণপরিবহনের বাসে অর্ধেক ভাড়ায় চলতে পারবে শিক্ষার্থীরা।

তবে ছুটির দিনে শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ায় চলাচল করতে পারবে না। ছুটির দিনগুলোতে তাদের পুরো ভাড়াই দিতে হবে। এছাড়া ঢাকার বাইরেও হাফ পাসের সিদ্ধান্ত কার্যকর হবে না।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ এ ঘোষণা দেন।

রাজধানীর কারওয়ান বাজারে একটি ভবনে সংবাদ সম্মেলনে কথা বলেন খন্দকার এনায়েত উল্লাহ। তিনি বলেন, ছুটির দিনে অর্ধেক ভাড়া কার্যকর করা হবে না। ঢাকার বাইরেও এই সিদ্ধান্ত কার্যকর হবে না।

তিনি বলেন, যেসব শিক্ষার্থী বাসে উঠে অর্ধেক ভাড়া দেবে তাদের কাছে স্ব স্ব প্রতিষ্ঠানের আইডি থাকতে হবে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা অর্ধেক ভাড়া দিতে পারবে।

এর আগে শিক্ষার্থীদের জন্য বাসে অর্ধেক ভাড়া চালু করা বিষয়ে বিআরটিএ এবং পরিবহনমালিক ও শ্রমিকদের মধ্যে কয়েকদফা বৈঠক হয়।

আরও পড়ুন: শিক্ষার্থীদের হাফ ভাড়া কাল থেকে কার্যকর

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।