নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে নির্বাচনী সহিংসতায় বিজিবি নায়েক রুবেল মণ্ডল হত্যা মামলায় ৯৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
মামলায় বাদী হয়েছেন গত ২৮ নভেম্বর ভোটগ্রহণের দিন গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা ললিত চন্দ্র রায়।
এতে প্রধান আসামি হিসেবে রয়েছেন গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিক। তিনি লাঙ্গল প্রতীকে নির্বাচনে অংশ নেন।
কিশোরগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) গুলনাহার বেগম জানান, মামলায় অজ্ঞাতনামা অনেককে আসামি করা হয়েছে। মামলায় গ্রেফতারকৃত আটজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভোটকেন্দ্রে সংঘর্ষে বিজিবি সদস্য নিহত
এর আগে ভোটের দিন (২৮ নভেম্বর) গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরামপুর মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। কিন্তু পরাজিত সাধারণ সদস্যের প্রার্থী এবং তার কর্মী-সমর্থকরা ফলাফল পুনরায় গণনার দাবি জানান।
এ ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক-কর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। হামলাকারীরা প্রিজাইডিং, পোলিং ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবরুদ্ধ করে দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রে হামলা চালান।
রাত ৯টা পর্যন্ত দফায় দফায় এ হামলায় রুবেল নামের ওই বিজিবি সদস্য ঘটনাস্থলেই নিহত হন।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
এসআই