ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট ও নৌকার সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট ও নৌকার সংঘর্ষে নিহত ১ প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্পিডবোট ও নৌকার সংঘর্ষে আতিকুর রহমান (২২) নামে এক নৌকাযাত্রী নিহত হয়েছেন।  

মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় মেঘনা নদীর ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর জলপথের মনতলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিকুর উপজেলার নূরজাহানপুর গ্রামের কালন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে জেলা শহরের গোর্কণ ঘাট থেকে স্পিডবোটটি যাত্রী নিয়ে নবীনগর যাওয়ার পথে সন্ধ্যার দিকে মনতলা নামকস্থানে বিপরীত দিক থেকে আসা একটি নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় নৌকার যাত্রী আতিকুর গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বলেন, নৌকার মাঝির ভুলের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নৌকার মাঝি গিয়াস উদ্দিনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।