ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রামপুরায় শিক্ষার্থীর মৃত্যু: এক ডজন বাসে আগুন দেওয়া হয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২১
রামপুরায় শিক্ষার্থীর মৃত্যু: এক ডজন বাসে আগুন দেওয়া হয়

ঢাকা: রাজধানীর রামপুরায় যাত্রীবাহী অনাবিল বাসের চাপায় মাইনুদ্দিন ইসলাম দূর্জয় নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উত্তেজিত জনতা ১২ বাসে আগুন দিয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সবশেষ রিপোর্টে এ তথ্য জানা যায়।

 

মঙ্গলবার (৩০ নভেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, রামপুরায় এক শিক্ষার্থীর মৃত্যুর পরপরই উত্তেজিত লোকজন রামপুরা সড়কে মোট ১২টি বাসে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

তিনি আরও জানান, অগ্নিসংযোগে ১২ বাসের মধ্যে ১১টি বাসের নম্বর ফায়ার সার্ভিসের রিপোর্টে উল্লেখ আছে। তবে একটি বাস সম্পূর্ণ পুড়ে যাওয়ার কারণে নম্বর সংগ্রহ করা যায়নি।

এর আগে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সোমবার (২৯ নভেম্বর) রাতে রামপুরায় বাসের চাপায় শিক্ষার্থীর মৃত্যুর পরপরই উত্তেজিত লোকজন আনুমানিক ১০ থেকে ১২টি বাসে আগুন দেয়।

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২১
এজেডএস/এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।