নীলফামারী: জ্বালানি তেলের দাম বাড়ায় বেড়েছে বাস ভাড়া। দুর্ঘটনাসহ নানা কারণে ট্রেনে যাত্রী বাড়ছে হু হু করে।
নীলসাগরের কয়েকজন যাত্রী জানান, কদিন আগে ডিজেলের দাম বেড়েছে। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বাস ভাড়াও বেড়েছে। শীত আসায় আগেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে হিমালয়ের পাদদেশের জেলা নীলফামারীর জনপদ। এই পরিস্থিতিতে মানুষ নিরাপদ বাহন হিসেবে বেছে নিচ্ছেন রেলকে।
যাত্রীরা জানান, নীলসাগর আন্তঃনগর ট্রেনে দুইদিক থেকে প্রচুর যাত্রী হচ্ছে। ফলে ট্রেনে দাঁড়িয়ে যাওয়ার মতো জায়গাও থাকছে না। তারা বলেন, প্রায় সময় নীলসাগর ট্রেনটিতে তিল ধারণের ঠাঁই থাকে না। অনেকে টিকিট না পেয়ে পার্বতীপুর থেকে একতা, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করছেন। এতে সময় ও অর্থ দুটোই অপচয় হচ্ছে যাত্রীদের। নীলসাগর ট্রেনটিতে অতিরিক্ত দুটি কোচ সংযোজন করা হলে রেলের যেমন রাজস্ব আয় বাড়বে তেমনি স্বাচ্ছন্দ্যে ভ্রমণ নিশ্চিত হবে যাত্রীদের।
স্টেশনে এসে টিকিট না পেয়ে প্রতিদিনই ফিরে যাচ্ছেন অনেক যাত্রী। এমন পরিস্থিতির কথা স্বীকার করেন সৈয়দপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আলমগীর হোসেন।
তিনি বলেন, ট্রেনের টিকিট দিতে হিমশিম খাচ্ছি আমরা। সেটিং সমৃদ্ধ ট্রেনটিতে অতিরিক্ত যাত্রী পরিবহনের সুযোগ নেই। ভ্রমণের পাঁচদিন আগে অনলাইন ও স্টেশন কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়। প্রথম দিনেই শেষ হয়ে যাচ্ছে সব টিকিট। বাকি দিনগুলোতে টিকিট না পেয়ে ফিরে যাচ্ছেন যাত্রীরা।
নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ জানান, বাস ভাড়া বেড়ে যাওয়ায় ট্রেনে চাপ বেড়েছে। নীলফামারী অঞ্চলের মানুষ আরেকটি নীলসাগর ট্রেনের দাবি করেছেন। এছাড়া বর্তমানে চলমান নীলসাগরে অতিরিক্ত দুটি কোচ সংযোজনের দাবিও জানান তিনি।
সংরক্ষিত আসনের সংসদ রাবেয়া আলীম বলেন, নীলসাগরে টিকিট পাচ্ছে না যাত্রীরা। বিষয়টি রেলমন্ত্রীকে জানিয়েছি আমি। সেইসঙ্গে আরেকটি ট্রেন চালুর কথাও বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন।
এ নিয়ে কথা হয় পশ্চিমাঞ্চল রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, বিষয়টি রেলপথ মন্ত্রণালয়ের সচিবকে জানানো হয়েছে। ট্রেনটির কোচ সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। অতিরিক্ত কোচ সংযোজন হলে রেলের আয় বাড়বে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২১
আরএ