ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢামেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২১
ঢামেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

ঢাকা: নোয়াখালীর বেগমগঞ্জ থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মামুনুর রশিদ (৫৭) অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

বুধবার (১ ডিসেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামুনুর রশিদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। তার বাবার নাম জয়নাল আবেদীন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) কারারক্ষী মো. ফয়সাল বলেন, বেগমগঞ্জ থানার হত্যা মামলার যাবজ্জীবন সাজা পেয়েছিলেন মামুনুর রশিদ। তার কয়েদী নং-১০০৯/এ।

গত জুলাই মাসে চিকিৎসার জন্য তাকে নোয়াখালী থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কারা হাসপাতালে চিকিৎসা চলছিল তার। বুধবার ভোরে অবস্থার অবনতি হলে কারা চিকিৎসকের নির্দেশে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মরদেহ মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২১
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।