ফরিদপুর: বাংলাদেশের প্রথম সারির অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজে সংবাদ প্রকাশের পর ফরিদপুরের মধুখালী বাজারের সেই রোড ডিভাইডারের মেরামত কাজ শুরু হয়েছে।
এর আগে, ২৫ অক্টোবর বাংলানিউজে ‘মধুখালী বাজারের রোড ডিভাইডারই যেন মরণ ফাঁদ!’ এ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।
এ ব্যাপারে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিকুর রহমান চৌধুরী বাংলানিউজকে বলেন, বাংলানিউজে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে ফরিদপুর রোড অ্যান্ড হাইওয়ে বিভাগ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা দ্রুত ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করে। পরে তারা কাজ শুরু করেছে বলে জানতে পেরেছি।
ফরিদপুর রোড অ্যান্ড হাইওয়ে বিভাগের নির্বাহী প্রকৌশলী নকিতুল বারী বাংলানিউজকে বলেন, আমরা কাজ শুরু করেছি। ডিভাইডারটির দু’পাশের রাস্তা আরও বাড়ানো হচ্ছে। এছাড়া ডিভাইডারের দু’মাথায় সাইনবোর্ড ও সিগন্যাল সংযুক্ত করা হচ্ছে।
প্রসঙ্গত, ফরিদপুরের মধুখালী উপজেলা বাজারের রোড ডিভাইডারে গত এক বছরে কমপক্ষে ১৫টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারায় অনেকেই। আবার কেউ কেউ পঙ্গুত্ব বরণ করে দিন কাটাচ্ছেন।
মূলত দুর্ঘটনা রোধে রোড ডিভাইডারটির শুরু ও শেষের দিকে কোনো গতি প্রতিরোধক (স্পিড ব্রেকার) না থাকায় এটি ‘মরণ ফাঁদে’ রূপ নিয়েছে। যে কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পরে এসব বিষয় নিয়ে বাংলানিউজে একটি সংবাদ প্রকাশ করা হয়।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২১
জেডএ