ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলা একাডেমিতে রফিকুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২১
বাংলা একাডেমিতে রফিকুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বাংলা একাডেমির সভাপতি, ফেলো, সাবেক মহাপরিচালক, বীর ভাষা সংগ্রামী, প্রখ্যাত নজরুল গবেষক ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের প্রতি একাডেমি থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) দুপুরে বাংলা একাডেমি প্রাঙ্গণে তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়।

বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলা একাডেমি পরিবার। এ সময় একাডেমির পরিচালক, উপপরিচালক এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সচিব মো. আবুল মনসুরের নেতৃত্বে মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল প্রয়াত জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের মরদেহে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। এছাড়া বাংলা একাডেমি প্রাঙ্গণে অধ্যাপক রফিকুল ইসলামের মরদেহে শ্রদ্ধা নিবেদনে অংশ নেয়- কবি নজরুল ইন্সটিটিউট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ জাতীয় বাস্তবায়ন কমিটি, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় (আসানসোল, ভারত), জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ রাইটার্স ক্লাব, স্বাধীনতা ফাউন্ডেশন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, লিটল ম্যাগাজিন শালুকসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।

শ্রদ্ধা নিবেদনে অংশ নেন- সাবেক সচিব কবি আজিজুর রহমান আজিজ, অধ্যাপক মোনালিসা দাস, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান, কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকীর হোসেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজাল বাবু, কবি-প্রাবন্ধিক আমিনুল ইসলাম বেদু, কবি-প্রাবন্ধিক মানিক মোহাম্মদ রাজ্জাক, ড. সরকার আবদুল মান্নান, লেখক নাসরীন মুস্তাফা, কবি দিলদার হোসেন, কবি মাহফুজ আল হোসাইন প্রমুখ। এ সময় অধ্যাপক রফিকুল ইসলামের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, অধ্যাপক রফিকুল ইসলাম বাংলা ভাষা ও সাহিত্যের একজন অসাধারণ গবেষক। মহান ভাষা-আন্দোলনে তার ভূমিকা ঐতিহাসিক। ভাষা-আন্দোলনের বহু মূল্যবান আলোকচিত্র তার ক্যামেরায় ধারণ করা আছে। বাংলা ভাষা ও ব্যাকরণ চর্চা, ঢাকার ইতিহাস রচনা, মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, নজরুল গবেষণা এবং বঙ্গবন্ধু-চর্চায় তার ভূমিকা অনন্যসাধারণ। বাংলা একাডেমি পরিবারের তিনি ছিলেন একান্ত আপনজন। একাডেমির সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধিতে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন তিনি। বাংলা একাডেমি প্রণীত ও প্রকাশিত প্রমিত বাংলাভাষার ব্যাকরণের তিনি ছিলেন অন্যতম সম্পাদক।  

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২১
এইচএমএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।